বধু আমার
- স্বজন মাহমুদ ১৯-০৫-২০২৪

চারিদিকে যন্ত্রনার কোলাহল,

পুড়িয়ে দেয় অবসরও, ভেবোনা আমার একার,

মুক্তির খোঁজে আরো কয়েকজনও,

চেরির ডালে বাতাস বয়ে যায়, ঝরে পড়ে ফুল কিছু,

চেয়ে রই নিথর, ভেবে উঠি তোমায়,

প্রিয়তমা বউ আমার,

বড় অভাবে দিন কাটছে আজকাল,

হাতে টাকা কড়িও ফুরিয়ে এসেছে প্রায়,

তবু চলতে হয় দশের সাথে, চলতে হবে,

প্রতিটি পদক্ষেপে তোমায় ভাবি,
আমাদের ভবিষ্যৎ আমাদের সন্তান, ছোট্ট এ প্ৃথিবী, তুমি আমি একই সূচ্যগ্রে,

প্রিয়তমা বউ আমার,

এ বর্তমান বড়ই নিষ্ঠুর হয়ে উঠেছে,

বাতাসে অভিশাপের গন্ধ ভেসে বেড়ায়,

ভালবাসা এককালে ছিল ওরা বলে বেড়ায় তা,

বেশ ভয় লাগে শুনে,

তুমি ভেবোনা আমি বিশ্বাস করি ওদের কথা, শুধু চমকে উঠি,

আমাদেরতো দিন কাটবেই,

জীবনের সংগ্রামে তোমার অভাব হাড়ে হাড়ে টের পাচ্ছি,

ওরা ভালবাসা কি জানেনা, ওদের চোখে সব নারীই নাকি একইরকম,

অগত্যা যেন মনুষ্যত্য ফিরে পায়, হয়ত মানুষ তাই,

আমি যেমনটা ছিলাম তেমনটাই রয়ে যাই এক চাষা বাঙালি,

প্রিয়তমা বউ আমার,

এখানে যুদ্ধ করে টিকে থাকতে হয়, নরম কথায় কঠিন হ্ৃদয় আর গলেনা,

মানুষের কাছে স্বার্থ ছাড়া প্রশ্নের কোন উত্তর নেই,

তুমি ভেবোনা আমায় নিয়ে, কিছু মানুষকে পেয়েছি, ওরা বাঁচতে চায়,

ওরা সংগ্রামেও ভালবাসা খোঁজে ফেরে, রোবট নয়, ওরা মাটির মানুষের সন্ধান চায়,

তুমি বলেছিলে,

প্ৃথিবী আমার তুমি ছাড়া আর কেউ নেই, সইবেতো এ প্রেম?

আমার লুন্ঠিত সুখকে ফিরিয়ে দিতে পারবেতো?

আমি শুধু বলেছিলাম, আমাদের বাঁচতে হবে, তুমি আমি আমাদের প্ৃথিবী একই সূচ্যগ্রে,

এ জায়গা বড় নিষ্ঠুর, মাটি পাথর হয়ে গেছে, হ্ৃদয় গলেনা,
ভালবাসা স্বার্থের কাছে বন্দি,

অবহেলা আর লাঞ্ছনা পুড়িয়ে দেয় যত প্রনয়, যা গাঁথাও হল সেদিন,

প্রিয় বধু আমার,

বড় অভাবে আছি, কিছু না হলেও তোমার প্রেম অন্তত কেড়ে নিয়েছে আমার অসহায়ত্ব,

ভাল আছি, শুধু হাতে নেই টাকা কড়ি, টেনে টুনে চালিয়ে নিচ্ছি,

তুমি দেখে নিও এদিন আর থাকবেনা,

এ প্ৃথিবী পাথর হয়ে যাক, সবই দুরে ঠেলে দিক, আপনদের আঘাত তিব্র হয়ে যাক,

চারটি আঁখি প্রতিনিয়ত একই ভবিষ্যত দেখি, আমি জানি তুমি দেখছ,

এদিন আর রবেনা বধু আমার, চল দেখি আমাদের আগামীর সম্ভাবনা, পাথরের মাঝেও তোমার আমার নতুন প্ৃথিবী,.

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।